২০২৪ সালের জুলাই আগস্টের ছাত্র আন্দোলন আমাদের বেরিয়ে আসার এক সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছে। এই আন্দোলন থেকে শিক্ষা নিতে না পারলে ভবিষ্যতে এই সার্ভিস বিপন্ন হতে পারে। তবে সুযোগ কাজে লাগাতে পারলে লেখা হবে নতুন ইতিহাস।
সিভিল সার্ভিসকে সব ধরনের রাজনৈতিক তাঁবেদারি থেকে বেরিয়ে এসে গণমানুষের হতে হবে। এই সার্ভিস সম্পর্কে গত ১৭ বছরে মানুষের মধ্যে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, সেই নেতিবাচকতা থেকে ২০২৪ সালের জুলাই আগস্টের ছাত্র আন্দোলন আমাদের বেরিয়ে আসার এক সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছে।
বাংলাদেশ সিভিল সার্ভিসে ২৬টি ক্যাডারের নিয়োগ প্রক্রিয়া একই হলেও বিসিএস (প্রশাসন) ক্যাডার সার্ভিস থেকেই প্রায় সকল মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান সচিব বা সিনিয়র সচিব হয়ে থাকেন। বাকী ২৫টি ক্যাডার থেকে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণ সংশ্লিষ্ট অধিদপ্তরের মহাপরিচালক পর্যন্ত হতে পারেন।